চাঁচল

সরকারি জায়গায় কংগ্রেস প্রার্থীর ফেস্টুন, তুঙ্গে বিতর্ক

 

নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই দেশ জুড়ে লাগু হয়েছে নির্বাচনী আচরণ বিধি। কিন্তু বিতর্ক যেন কিছুতেই থামছে না মালদা জেলায়। পুরাতন মালদা ও ইংরেজ বাজারের পর এবার চাঁচলে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে।

    ঘটনাটি মালদার চাঁচল সদরের ঘটনা।
অভিযোগ, চাঁচলের নেতাজী মোড়ে থাকা ট্রাফিক পয়েন্টের সরকারি জায়গায় মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের ফেস্টুন ঝোলানো রয়েছে। যা নির্বাচনী বিধি ভঙ্গ হচ্ছে বলে দাবী করেছে তৃণমূল ও বিজেপি। এনিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ঘাসফুল ও পদ্ম শিবির বলে জানা গেছে।

 

    বিজেপির মন্ডল সভাপতি প্রসেঞ্জিত শর্মা জানান, কংগ্রেস ও তৃণমূল দুই দলই বিভিন্ন ভাবে নিজেরা বিধি ভঙ্গ করে যাচ্ছে। তবে বিজেপি কারোর সাহায্য নিয়ে নয় মানুষই তাদের প্রার্থীকে জয় যুক্ত করবে।

 

    যদিও কংগ্রেসে আঞ্জারুল হকের পাল্টা মন্তব্য, কোথায় কি নিয়ম রয়েছে প্রশাসন তা দেখছে। তৃণমূল-বিজেপি দুই ফুলই বন্ধু। এরা নিজেদের হার নিশ্চিত ভেবে আমাদের দিকে নজরদারি শুরু করেছে।